পরকীয়ার অভিযোগে পরশুরামে ছাত্রলীগ নেতাকে আটকে রেখেছে স্থানীয়রা

ফেনী প্রতিবেদক:
পরশুরামে এক সন্তানের জননীর ঘরে শনিবার রাত থেকে ছাত্রলীগ নেতা শাহপরানকে আটকে রেখেছে স্থানীয় জনতা। শনিবার রাত ১২টা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয় গ্রামবাসী ঘরের বাইরে তালা ঝুুলিয়ে দিলে দুজনই রবিবার সকাল ১১টা পর্যন্ত তালাবদ্ব অবস্থায় থাকে। এঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা দেখা দেয়।

গ্রামবাসীর অভিযোগ উত্তর কাউতলী গ্রামের ওই নারীর স্বামী বর্তমানে ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। এক সন্তানের জননী ঘরে একা বসবাস করেন, এই সুযোগে স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগ নেতা ও মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগ উপ দপ্তর সম্পাদক মোঃ শাহপরান শনিবার রাত ১২টার দিকে ঘরে ঢুকে।

এসময় স্থানীয় লোকজন তাদের আটকে রেখে বাড়ির গেইটে তালা ঝুলিয়ে দেয়। গ্রামবাসী বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করে এবং ওই নারীর স্বামীকে ফোনে খবর দেন।

মির্জানগর ইউনিয়ন পরিষদ সদস্য মহি উদ্দিন ছুট্টেুা জানান অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে শনিবার রাতে স্থানীয় লোকজন শাহ পরানকে আটকে রাখে। বিষয়টি মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *