ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা সবুজ আন্দোলনের কমিটি গঠন ও পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা জেলার লালপোল সোলতানীয়া মাদ্রাসা সংলগ্ন দৈনিক স্বাস্থ্য তথ্য অডিটোরিয়ামে ২৬শে আগষ্ট বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে ও সংগঠনের জেলা সদস্য নুরুল হুদা রাসেল মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এনএন জীবন, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‘এসএম ইউসুফ আলী , মাই টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম।
এতে সবুজ আন্দোলনের সীতকুন্ড উপজেলার আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব তাসজিদুল ইসলাম, রফিকুল ইসলাম ইসলাম সহ বিভিন্ন সংগঠনের সদস্য ও দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি সবুজ আন্দোলন ফেনী’ শাখার আহবায়ক হিসেবে মোহাম্মদ আজাদ, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন রিপন, নুরুল হুদা রাসেল মিয়াজী ও সদস্য সচিব হিসেবে গোলাম কিবরিয়ার নাম ঘোষনা করেন।
শেষে শাহাদাত-সাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেনের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।