মোশারফ হোসেন,রামগড় :
খাগড়াছড়ির রামগড় সার্কেল বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৪ ডিসেম্বর রাত ১০টায় রামগড় সার্কেল সদরের মাল্টিপারপাস স্পোর্টস গ্রাউন্ড এ অনুষ্ঠিত হয়।
এস এস ট্রেডার্স এবং জেএস কনষ্ট্রাকশন এর সৌজন্যে পুরস্কার বিতরণ করেন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো রামগড় থানার অফিসার ইনচার্জ মহাম্মদ শামসুজ্জামান, গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনির হোসেন, গুইমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম, হাফছড়ি পুলিশ ফাঁড়ির আইসি একেএম পেয়ার আহাম্মেদ। উল্লেখ্য যে গত ১৮ ডিসেম্বর ১২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট উদ্বোধন হয়ে ফাইনালখেলা এএসআই উত্তম এর দল ও এএসআই আমিনুলের দলের মধ্যে অনুষ্ঠিত হয়, এতে এএসআই আমিনুল বিজয় লাভ করে।
এএসআই মোহাম্মদ সালাম মুন্সী পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করে সাইফুল ইসলাম সেলিম সহকারি রেফারি দায়িত্ব পালন করে সহকারী শিক্ষক আবুল কাশেম ও সহকারী শিক্ষক দিদারুল আলম ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রামগড় সার্কেলের বিভিন্ন পর্যায়ের অফিসার, কনস্টেবল ও রামগড়ের সংবাদ কর্মীরা উপস্থিত ছিল।