মো. অালাউদ্দিন >>
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাের্শেদ আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, রমজান মাসে আল্লাহর রহমত-করুণা, মাগফিরাত বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। এরপরেও কোন বান্দা যদি এ মাসে রহমত ও মাগফিরাতের বৃষ্টিতে সিক্ত হয়ে নিজেকে নির্মূল করাতে না পারে তবে তার চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না।
তিনি ৯ জুন শুক্রবার চট্টগ্রাম রাউজান দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) স্মরণ এবং মহিয়সী রমণী রুহানী আম্মাজান (রহঃ) এর ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, কাগতিয়া দরবারের অনুসারী যুবকদেরকে অতীতের সকল ভুলের জন্য শেষরাতে ওঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদতে শিখিয় ছেন শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)। এ মনীষী যুবকদের শিখিয়েছেন কীভাবে আল্লাহর প্রেম মশগুল থাকতে হয়, প্রিয়নবীর আদর্শের পূর্ণ অনুসারী হওয়া যায়।
রাউজানের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারশনের সহ-সভাপতি চবি শাহ্ আমানত হলের প্রভােষ্ট ও মাইক্রাবায়োলজি বিভাগের প্রফেসর ড. মােহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ উত্তর রাউজান সমন্বয় পরিষদ। বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সচিব আল্লামা কাজী মুহাম্মদ আনায়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ফােরকান প্রমুখ। মাহফিল রাউজানের অনেক গন্যমান্য ব্যক্তি, আলম, সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শাি ও সমদ্ধি এবং গাউছুল আজম (রাঃ)’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।