ফেনী প্রতিনিধি :
মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবসে ঐতিহ্যবাহী ফেনী প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফেনীর অতি. জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া। খেলায় রানার্সআপ হন ফেনী প্রেস ক্লাবের ক্রিড়া সম্পাদক ওমর ফারুক।
শুক্রবার সন্ধ্যায় শহরের খায়রুল আলম পেয়ারু জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
ফেনী প্রেস ক্লাব সভাপতি জসীম মাহমুদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এসএম ইউসুফ আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন।
ফেনী ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক চৌধুরী ও জেলা ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সহযোগিতায় খেলা পরিচালনা করেন মো. নাসির উদ্দিন মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি এনামূল হক পাটোয়ারী, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনএন জীবন, সহ সভাপতি শেহাব উদ্দিন লিটন, সহ সাধারণ সম্পাদক কাফি দিদার, কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন, নির্বাহী সদস্য সৈয়দ মনির আহমদ, এবিএম নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক আমিন চৌধুরী, তথ্য প্রযুক্তি সম্পাদক এম শরীফ ভূঁইয়া, সমাজ কল্যাণ সম্পাদক হাসান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
বাংলারদর্পণ