ডেস্ক রিপোর্ট :
০৪ জানুয়ারি ২০১৮।
পারমাণবিক বোমা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে হুমকি-ধমকি জারি রাখলেও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে এগোনোর চেষ্টা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
এক টেলিভিশন ভাষণে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের অংশ হিসেবে টেলিফোন হটলাইন চালুর নির্দেশ দিয়েছেন।
দশকের পর দশক ধরে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে সম্প্রতি ইংরেজি নববর্ষের ভাষণে কিম জং উন সংলাপের আগ্রহ প্রকাশ করায় দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় হটলাইন চালু করার নির্দেশ জারি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাই উত্তর কোরিয়ায় অবস্থিত একটি যৌথ শিল্প কমপ্লেক্স বন্ধ করে দেয়ার পর পিয়ংইয়ং হটলাইন বন্ধ করে দেয়।
দক্ষিণ কোরিয়া বলেছে, তারা হটলাইনের মাধ্যমে যোগাযোগের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে। টেলিফোন হটলাইন সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।