নোয়াখালীর সুবর্ণচরে নলকূপে পানির বদলে গ্যাস, জ্বলছে আগুন -বাংলারদর্পন 

 

মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী :

নোয়াখালী জেলার সুবর্ণচরে নলকূপে পানির বদলে গ্যাস গ্যাস বের হচ্ছে বলে খবর পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে একটি নলকূপে পানির বদলে গ্যাস বের হচ্ছে। প্রায় এক মাস ধরে নলকূপটি থেকে গ্যাস বের হওয়ায় ঘটনাটি দেখতে প্রতিদিনই মানুষ ভিড় জমাচ্ছে ওই বাড়িতে। নলকূপের জন্য বসানো মাথায় বের হওয়া অদৃশ্য গ্যাসে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে ধরলেই আগুন জ্বলে উঠছে।

সুবর্ণচর উপজেলা ইউএনও আবু ওয়াদুদ ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের ব্যবস্থাপক সাহাব উদ্দিন আজ বিকেলে ঘটনাটি দেখতে ওই এলাকায় যান।

জনাব সাহাব উদ্দিন বলেন, নলকূপের পাইপে দিয়াশলাই জ্বালালে আগুন জ্বলে ওঠে। আগুনের আনুমানিক উচ্চতা দুই ফুট পর্যন্ত উঠছে। প্রাথমিকভাবে এটিকে পকেট গ্যাস বলেই মনে হচ্ছে। এরপরও এ বিষয়ে বাপেক্সকে চিঠি দিয়ে বিস্তারিত জানানো হবে।

উপজেলা ইউএনও আবু ওয়াদুদ বলেন, বিকেলে তিনি কেরামতপুরে গিয়ে নলকূপের পাইপে গ্যাস বের হওয়ার বিষয়টি নিজে স্বয়ং দেখেছেন এবং নোয়াখালী জেলা প্রশাসককেও তিনি বিষয়টি জানাবেন।

এলাকার নলকূপের মালিক স্থানীয় জামাল উদ্দিন জানান, প্রায় এক মাস আগে বোরো ধান চাষের উদ্দেশ্যে তিনি বাড়ির সামনে চার ইঞ্চি ব্যাসের ৪২০ ফুট পাইপ পুঁতে একটি গভীর নলকূপ স্থাপন করেন। প্রথম দুই দিন সামান্য পানি ওঠেও পরে বন্ধ হয়ে যায়। ভেতর থেকে বুদ বুদ শব্দ আসতে থাকে।

পরে পানিমিস্ত্রিকে খবর দেওয়া হলে তিনি চেষ্টা করেও পানি ওঠাতে ব্যর্থ হন। একপর্যায়ে নলকূপের ভেতর থেকে বুদ বুদ শব্দ আসা বেড়ে যায়। তখন তারা দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে ধরার সঙ্গে সঙ্গেই ধপ করে আগুন জ্বলে ওঠে। শেষে পাটের বস্তা দিয়ে অাপাতত আগুন নেভানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *