নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজ পোর্টাল “বাংলারদর্পন ডটকম “এ প্রকাশিত সংবাদের বিষয়ে ফেনী সেন্ট্রাল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল হাসান চৌধুরী প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদের বিষয়ে প্রতিবেদক জানান, বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পুরনে অতিরিক্ত ফি অাদায়ের প্রতিবেদনে বিদ্যালয়ের সভাপতি কে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট। তথ্য দাতা উদ্দেশ্য প্রণোনিত ভাবে এ মিথ্যা তথ্য দিয়েছে।
জানা যায়, ১৯৭২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত উক্ত বিদ্যালয়ে সুনামের সহিত প্রধান শিক্ষকের দায়ীত্ব পালন করেছেন কামাল হাসান চৌধুরী। ২০০০ সালে নিয়ম অনুযায়ী অবসরে যান তিনি। ২০১৬ সালে বিনাপ্রতিদ্বন্ধীতায় সেন্ট্রাল হাই স্কুলের সভাপতি নির্বাচিত হন তিনি।
বাড়তি ফি’র বিষয়টি নাকচ করে সভাপতি কামাল হাসান চৌধুরী বলেন, বোর্ড নির্ধারিত ফি’র বাহিরে কোচিং ফি বাবত ১০০০ টাকা অাদায় করা হচ্ছে।