ফুলগাজীতে সংখ্যালঘু সম্প্রদায়ের  অবস্থান ধর্মঘট

 

তনু সরকার :

ফেনীর ফুলগাজীতে পুজা উদযাপন পরিষদ এবং হিন্দু -বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের ঐতিহাসিক ৭দফা দাবির লক্ষে এক অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।

৩১ ডিসেম্বর  শনিবার ফুলগাজী উপজেলা বাজারে সকাল ১০ ঘটিকা থেকে শুরু করে বেলা ১২ঘটিকা পর্যন্ত এই অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। ফুলগাজী উপজেলা শাখার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিমাই চন্দ পালের সভাপতিত্বে উক্ত অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা শাখার পুজা উদযাপন পরিষদের সভাপতি গৌরি শংকর নাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলরাম ঘোপ, পুজা উদযাপন পরিষদ ফেনী সদরের যুগ্ন সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিপক বনিক, ছাত্র যুব পরিষদের সভাপতি তারাপদ হাজারী, ফুলগাজী বাজার কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফুলগাজী উপজেলা সেচ্চাসেবক লীগের আহ্বায়ক মোরশেদ আলম ভুঞা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য বিপ্লব পাল।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মালম্বী জনগোষ্ঠী।

এতে বক্তারা বলেন , বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষা এবং সম অধিকার ও সম মর্যাদা নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ সরকারে প্রতি সদয় আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *