কদমফুল ও বকুলতলা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি :
ফেনী সদরের বালিগাঁওয়ে কদমফুল খেলাঘর আসর ও সোনাগাজীর বগাদানায় বকুলতলা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ফেনী সদরের বালিগাঁও আফতাব বিবির বাজার ফাজিল মাদ্রাসায় কদমফুল খেলাঘর আসর এর সম্মেলন অনুষ্ঠিত হয় ।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে অর্নবকে সভাপতি ও জাবেদ ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি করা হয়েছে ।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফেনী জেলা খেলাঘর আসর সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু ।
আরো বক্তব্য দেন ফেনী জেলা খেলাঘর আসর সম্পাদক সৈয়দ মনির আহমদ ও সদস্য গাজী হানিফ প্রমূখ ।
অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বকুলতলা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়।
আসরের সাবেক সভাপতি আবুল বশর এর সভাপতিত্বে ও ইউপি সদস্য ইব্রাহীম রুবেল’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ফেনী জেলা খেলাঘর আসর সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু ।
প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা খেলাঘর আসর সম্পাদক সৈয়দ মনির আহমদ ।
আরো বক্তব্য দেন খেলাঘর ফেনীর সদস্য গাজী হানিফ, সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক শহীদুল ইসলাম , বগাদানা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানিম, সাধারন সম্পাদক রবিন , ছাত্রনেতা জয় প্রমূখ ।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আবুল বশরকে সভাপতি ও ইব্রাহীমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি করা হয়েছে ।
Related News

ফেনী পৌরসভার হঠাৎ পদক্ষেপে দিশেহারা গ্যারেজ মালিক ও কর্মচারি
ফেনী: যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে ফেনী পৌরসভার গৃহিত হঠাৎ পদক্ষেপে দিশেহারা হাসপাতাল রোডেরRead More

সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি শুরু
ফেনী: সমুদ্রস্নাত সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহি ও একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় ‘সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলটRead More