সোনাগাজীতে পুলিশের উপর যুবদলের হামলা, এএসপিসহ-আহত ১২

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে উপজেলা আ’লীগ ও বিএনপির পাল্টা-পাল্টি সমাবেশকে ঘিরে দিনভর ব্যপক উত্তেজনা ছিল।

সোমবার সকালে জিরোপয়েন্টে শোক র‌্যালি করে পৌর ছাত্রলীগ। বিকালে জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন এবং চর ছান্দিয়ায় বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি।

সকাল থেকেই শান্তিপূর্ন পরিবেশ থাকলেও বিকেলে মেষখামার গেইটে যুবদলের মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়। চতুরদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে পৌর শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।

উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, তেলগ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি শান্তিপূর্ন সমাবেশ করে। পুলিশের চিহ্নিত করে দেয়া স্থানেই বিএনপি সমাবেশ হয়। স্মরনকালের উপস্থিতি ছিল এই সমাবেশে ।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, শাহানা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলাউদ্দিন গঠন, সদস্য জয়নাল আবদীন বাবলূ ও সামছুদ্দিন খোকন।

তিনি আরো বলেন বিএনপির শান্তিপূর্র্ন মিছিলে আসার পথে নেতাকর্মীদের উপর পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা হামলা করেছে। এতে আমিরাবাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর আলম সহ ১০ আহত হয়েছেন।

উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খোকন বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসি কার্যকলাপের মাধ্যমে মাঠ দখলের চেষ্টা করেছে। আ’লীগ নেতাকর্মীদের বাধার মুখে তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে।

এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা করেছে। সকাল থেকেই পৌর শহরে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিছিল পথসভা ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহির উদ্দিন মাহমুদ।

আরো বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, সহ সভাপতি এড. নাছির উদ্দিন বাহার, জেলা আ’লীগের প্রচার সম্পাদক জহিরুল আলম জহির প্রমূখ।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন, ওলামাবাজার রোডে যুবদলের মিছিল থেকে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে সহকারি পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাশকুর রহমান ও উপ-পরিদর্শক আরিফুল ইসলাম দোলন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ারগ্যাস ছোড়ে । জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *