শেখ হাসিনা মনোনীত মহাজোট প্রার্থীর পক্ষে মাঠে থাকবো -সোনাগাজীতে পথসভায় লিপটন

ফেনী প্রতিনিধি : দেশরত্ন শেখ হাসিনা মনোনীত মহাজোট প্রার্থী লে.জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে মাঠে থাকবো। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন তাকেই নির্বাচিত করতে হবে। শুক্রবার বিকাল ৪টায় সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি- জহির উদ্দিন মাহমুদ লিপটন।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান- জহিরুল আলম জহির, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী, সাবেক সভাপতি- সাইদুল হক, চর ছান্দিয়া ইউনিয়ন সভাপতি- জীবন মিয়াজী প্রমূখ।

সভায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,  ফেনী-৩ (সোনাগাজী -দাগনভুঞা) আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।

#সৈয়দ মনির আহমদ, বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *