নিউজ ডেস্কঃ
যশোরের মনিরামপুরে কৃষক লীগের নেতা শফি কামালকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মাঝিয়ালি নতুনহাট বাজারের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শফি কামাল জেলা কৃষক লীগের সহ-সভাপতি এবং উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন।
মনিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন জানান, নির্বাচনী প্রচারণা চালানোর সময় জামায়াত-শিবিরের ক্যাডাররা শফি কামালের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মনিরামপুর থানার ওসি মীর রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।