ফেনী প্রতিনিধি: সোনাগাজী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে ৪ নভেম্বর শনিবার সকালে ৪৬ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।
“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি প্রতিপাদ্য” বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মো. ফারুক হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. ইসমাইল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সিরাজুল হক প্রমুখ।