মোহাম্মদ ইকবাল হোসাঈনঃ ১৯৭১ সালের ৭ই মার্চের রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ কে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো কর্তৃক “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড” ঘোষনা করায় জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে সোনাগাজী কলেজ ছাত্রলীগের উদ্যেগে আনন্দ মিছিল করা হয়।
৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় সোনাগাজী সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে অালোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধরী রবিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইফতেখার আলম খোন্দকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শেখ অাবদুল হালিম মামুন, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাঈদুল হক, সোনাগাজী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি নেয়ামত উল্যাহ, সাবেক সাধারন সম্পাদক টুটুল পাটোয়ারি, সদর ছাত্রলীগের সভাপতি নজরুল সুমন, চর ছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন মিয়াজি প্রমুখ।
এছাড়া মিছিল ও অালোচনা সভায় ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন।