ফেনী।
ফুলগাজী উপজেলার মন্তলা গ্রামে বৃহস্পতিবার ৩০ মার্চ রাতে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো.মজনু মিয়া ওরফে মনির আহমেদ (২৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলগাজী থানার পুলিশ।
এসময়ে পুলিশ তার নিকট থাকা ৪ রাউন্ড গুলি সহ একটি দেশীয় কাটা বন্ধুক ও ৫০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করেছে। সে উপজেলার সদর ইউনিয়নের মন্তলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্হানীয়দের ভাষ্যমতে, উপজেলার সদর ইউনিয়নের মন্তলা গ্রামের মাদক ব্যবসায়ী মজনুমিয়া ওরফে মনির আহমেদ দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। সে বিভিন্ন সময়ে পুলিশকে ফাঁকি দিয়ে এলাকায় চলাফেরা করেন।
বৃহস্পতিবার রাতে ফুলগাজী থানার পুলিশ তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তাঁর বিরুদ্ধে ফুলগাজী থানায় অস্ত্র ও মাদক সহ সাতটি মামলা রয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ অস্ত্র গুলি ও ৫০ বোতল ফেনসিডিলসহ মনির মিয়া নামে একজনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন এবং শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।