গাজী মোঃ হানিফ:-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী – শেখ হাসিনার জন্মদিন পালন করেছে , সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ।
জন্মদিন উপলক্ষে ২৮শে সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ১১টায় পৌরসভাস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, কেককাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মজিদ ভুলু মিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম, যুগ্ন সাধারণ সম্পাদ জহিরুল আলম জহির চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান ইসহাক খোকন, সলিম উল্যাহ সেলিম, উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ মামুন,সোনাগাজী পৌর আওয়ামীলীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরণ।
উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন, চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, মতিগঞ্জ ইউনিয়ন অা’লীগের সভাপতি মোঃ ইসমাইল, সাধারন সম্পাদক ডাঃ মাহফুজুল হক, চর ছান্দিয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুর রহিম মানিক, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সাঈদুল হক, সোনাগাজী কলেজ ছাত্রলীগের সভাপতি নেয়ামত উল্লাহ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক।