রাঙ্গামাটি :
রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালীতে আঞ্চলিক রাজনৈতিক দুটি গ্রুপের মধ্যে দুই দফা বন্দুকযুদ্ধে ১ জন নিহত। ৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজাতীয় দুটি গ্রুপের মধ্যে এই বন্দকযুদ্ধের ঘটনা ঘটে।
এই ঘটনায় ঘটনাস্থল থেকে অজ্ঞাত নামা একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। কাপ্তাই উপজেলায় দায়িত্বপ্রাপ্ত এ এসপি সার্কেল তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বন্দুকযুদ্ধের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানায় রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার রাইখালীর নারানগিরি, বড়পাড়া ও মিতিঙ্গাছড়ি এলাকায় পাহাড়ের আঞ্চলিক দুটি রাজনৈতিক দলের মধ্যে দফায় দফায় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
স্থানীয়রা আরো জানায়, ৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় আঞ্চলিক দুটি সন্ত্রাসী সংগঠনের মধ্যে থেমে থেমে কয়েক দফায় ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাটি রাজস্থলী উপজেলার অন্তর্গত নারানগিরি বড়পাড়া ও মিতিঙ্গাছড়ির আশেপাশে কয়েকটি স্থানে ছড়িয়ে পড়ে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবার বাহার চৌধুরী ওসি চন্দ্রঘোনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল থেকে ২ দফা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়। আমরা দুর্গম পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক জনের লাশ উদ্ধার করেছি।
রাঙ্গামাটি সদর সার্কেল ও কাপ্তাই দায়িত্ব প্রাপ্ত এএসপি সার্কেল তাপস রঞ্জন ঘোষ বলেন, দুই দফায় ঘটনায় ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই এলাকা নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। নিরাপত্তা পরিস্থিতি জোরদারের অংশ হিসেবে কাপ্তাই জোন বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে।