মোহাম্মদ ইকবাল হোসাঈনঃ
সোনাগাজী সদর ইউনিয়নের ক্রীড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শাহাপুর মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার বিকালে উদযাপন করা হয়। ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা মাষ্টার এ.টি.এম শফিকুল ইসলাম।
দুপুরে সোনাগাজী উপজেলাব্যাপী আনন্দ র্যালী করার মাধ্যমে শুরু ২০ বছর পূর্তি উৎসবে বিকাল বেলা আলোচনা সভা ও কেককাটার অনুষ্ঠানের শুরুতে ক্লাবের ইতোপূর্বে মৃত্যুবরণ করা সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং একটি গরীব মেয়েকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি সেলাই মেশিন দেয়া হয়। এছাড়াও ক্লাবের বিভিন্ন স্তরের সদস্যদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ।
বিশেষ অতিথি ছিলেন, ৭নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. শামসুল আরেফিন, দৈনিক কালের কন্ঠ ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী নাসির উদ্দিন রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার, শাহাপুর ৪নং ওয়ার্ডের মেম্বার আবু বকর সিদ্দিক গেরিলা।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মাঈন উদ্দিন, সেক্রেটারী বিদ্যুৎ মহাজন, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সভাপতি ডাঃ গাজী মোহাম্মদ হানিফ (জনি), বাংলার দর্পন এর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ইকবাল হোসাঈন, দৈনিক আজকালের খবর সোনাগাজী প্রতিনিধি মোহাম্মদ ছালাহ্ উদ্দিন, ৭নং সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ও স্টার স্পোর্টিং ক্লাব সভাপতি ইকবাল হোসেন রুমন প্রমুখ ।
মুনষ্টার ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে আসেন দুর্নিবার ফেনী, লায়ন স্পোর্টিং ক্লাব সোনাগাজী, স্টার স্পোর্টিং ক্লাব ভৈরব চৌধুরী, সুজাপুর কষ্ঞচূড়া ক্রীড়া সংঘ, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম, চয়েজ স্পোর্টিং ক্লাব, আল-আমিন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ মানুমিয়ার বাজার, সোনাগাজী খেলোয়াড় কল্যাণ সমিতি। সবশেষে রাতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহাপুরের কিছু উদ্যমী যুবকের উদ্যোগে ১৯৯৭ সালের ১ নভেম্বর শাহাপুর মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ প্রতিষ্ঠা লাভ করে। ২০১৩ সালে সোনাগাজীর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যপদ লাভ ও ২০১৫ সালে সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধন লাভ করে।
সোনাগাজীর পূর্বাঞ্চলে দীর্ঘ দিন ধরে খুব সক্রিয়ভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী, গরীব মেয়ের বিয়েতে অর্থ সহায়তা প্রদান, অসুস্থ ব্যক্তিদের জন্য ফান্ড গঠন করে চিকিৎসা পরিচালনা, গরীব শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নিতে আর্থিক সহায়তা, ড. আবুল কালাম আজাদ এর নামে একটি বুক কর্ণার পরিচালনা, বাল্য বিবাহ নিরুৎসাহিতকরণ, গরীব মৃত ব্যক্তির জন্য বিনামূল্যে কাফনের কাপড় প্রদান, যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, প্রতি বছর হাডুডু খেলা আয়োজনসহ সারা বছর ধরে বিভিন্ন ক্রীড়া ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।
২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পন উপলক্ষ্যে ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম এলাকার সর্বস্তরের মানুষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।