রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ রাণীনগর জেলা গােয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি টহল দল অভিযান চালিয়ে ইয়াবা সহ আরিফ হোসেন (২৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আরিফ উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে।
বুধবার রাতে নওগাঁ জেলা গােয়েন্দা পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ হিল জামানের নেতৃত্বে রাণীনগর এলাকায় সন্ত্রাস/জঙ্গীবাদ ও মাদক বিরােধী অভিযান পরিচালনা করেছিলেন। এসময় রাণীনগর শের-এ বাংলা ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন গােপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা সহ আরিফ হােসেনকে গ্রেফতার করে।
এঘটনায় জেলা গােয়েন্দা পুলিশ আরিফকে ওই রাতেই রাণীনগর থানায় সাের্পদ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার আরিফকে আদালতে প্রেরণ করা হয় বলে নওগাঁ জেলা গায়েন্দা পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ হিল জামান জানান।