রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের মিরাট ইউপি’র কিসমতহরপুর ও বৈঠাখালী গ্রামে শত ভাগ বিদ্যুতায়নের উদ্বােধন করা হয়েছে। বুধবার বিকেল কিসমতহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রজিৎ সাহা’র সভাপতিত্বে উদ্বােধনী অনুষ্ঠান বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মােল্লা, সহ-সভাপতি বীরমুক্তিযােদ্ধা আব্দুল রহমান দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডার এ্যাড: ইসমাইল হােসেন, মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির রাণীনগর সাব-জানাল এরিয়া অফিসের এজিএম মাে. মােতাছসিম বিল্লাহ, মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মােহাম্মদ আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
উদ্বােধনের দিন কিসমতহরপুর গ্রামে ১ শ’ ৩৭ টি ও বৈঠাখালী গ্রামে ৫৫ টি নতুন সংযােগ দেওয়া হয়।