চট্টগ্রাম ব্যুরো : মানবধর্ম শ্রেষ্ঠ ধর্ম কেননা মানবের অন্তরগৃহে থাকে মহান প্রভু। আজ আমরা এমন সোসাইটিতে বসবাস করছি যেখানে নিঃস্বার্থ রক্ষায় মহাব্যস্ত এমনকি স্বার্থের জন্য নিন্মস্তরে নামতে দ্বিধাবোধ করি না। নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে খুব লজ্জা হয়। উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে মানুষ হওয়া যায় না, যদি তার ভিতর মনুষ্যত্ববোধ না থাকে, যার মধ্যে মনুষ্যত্ব থাকবে সেই তো প্রকৃত মানুষ।
সম্প্রতি আবাসিক এলাকা ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন মাঠে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির পারিবারিক মিলনমেলায় বক্তারা এ কথা বলেন। সমিতির সভাপতি খ্যাতিমান সমাজ সেবক আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় উদ্বোধক ছিলেন দেশবরেণ্য কথা সাহিত্যিক ও লেখিকা বেগম সেলিনা হোসেন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ মঈনুদ্দীন খান বাদল, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র বেগম জোবাইরা নার্গিস খান, ৪নং চাঁন্দগাও ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুদ্দীন খালেদ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মোস্তাক, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মঞ্জু, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দিলারা ইউসুফ।
উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি নুরুল আলম চৌধুরী, আলহাজ্ব আবুল কাশেম সওদাগর, মুক্তারুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এড. জিয়া উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক আলহাজ্ব হাসানুল করিম, সেলিনা বাদল খান, সমাজ সেবিকা জিনাত কোহিনুর, তৌফিক হোসেন, এড. মাহবুবুল আলম চৌধুরী, ফজলে আহাদ, লুৎফুর করিম সোহেল, নুরুল আবসার, এনামুল হাসান, ডা. আলী আহমদ, ওসমান গণি, তারিকুল ইসলাম সেন্টু, জুলফিকার আলী, আবু তৈয়ব, আমিনুল হক, আবুল মনসুর প্রমুখ।