সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলাস্থ চর সাহাভীকারী গ্রামে অমৃত সাধুর পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী হোসেন গংদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১১টায় বাড়ীর পাশের জমির সীমানা বিরোধের জেরে হোসেনের সাথে সাধুর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হোসেন তার সহযোগীদের নিয়ে অমৃত সাধুর (৫৫) উপর হামলা চালায়, তাকে রক্ষা করতে অাসলে তার ছেলে প্রাণজিৎ কুমার (২৩) কে মারধর করে।
অাহতদের স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই শহীদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।