এন.আই.মিলন- দিনাজপুরের বীরগঞ্জ এক ইউপি সদস্যের বাড়িতে সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল দূর্ধর্ষ্য ডাকাতি, ৪ ডাকাত আটক। উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের মৃত আয়রাম চন্দ্র রায়ের পুত্র ও ৯ নং ওয়ার্ড সদস্য ভবেশ চন্দ্র রায়ের বাড়ীতে ১ মার্চ গভীর রাতে ১দল ডাকাত নগত অর্থ, স্বর্না অলংকার সহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এসময় গ্রামবাসী ছুটে এলে তারা আতংক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী পুলিশকে সংবাদ দিয়ে তাদেরকে ধাওয়া করে। এসময় এলাকাবাসী ডাকাত দলের সদস্য পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াবান আশ্রায়নের বাসিন্দা আব্দুর সাত্তারের পুত্র আলী হােসেনকে আটক করে মারধর করে। এসময় ডাকাত দল ঘুরে এসে গ্রামবাসীর উপর আক্রমন চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
সংবাদপেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহম্মদের নেতৃত্বে এসআই আনোয়ার, এসআই ফিরোজ, এসআই মশিউর রহমান সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে ডাকাত দলের যাবার পথ অনুসরন করে পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ঘােড়াবান আশ্রায়নে গিয়ে আব্দুর সাত্তারের পুত্র আলী হোসেনকে আটক করলে তার তথ্য মত তার ভাই আবুল হােসেন, একই এলাকার মৃত আঃ রশিদের পুত্র আতিকুর রহমান ও বসির মোল্লার পুত্র ফরহাদ হােসেন নামক ৪ ডাকাতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পুলিশ আহত আলী হােসেনকে বীরগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করলে তার উন্নত চিকিৎসার জন্য ডাক্তার দিমেক হাসপাতাল প্রেরন করে। এ ব্যপারে ২ মার্চ সন্ধ্যায় ইউপি সদস্য ভবেশ চন্দ্র রায় বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। যার নং- ১, তারিখ- ০২/০৫/১৭ইং।