শেখ মোঃ সাইফুল ইসলাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে আর্জেন্টিনা সমর্থক এক ব্যাক্তি পতাকা লাগাতে গিয়ে বিদ্যুতের তারে শর্ট লেগে এক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খৌর্দ-রসুলপুর গ্রামের নওশা মন্ডলের পুত্র স্বপন মন্ডল (৩৫) আর্জেন্টিনা দলের একজন ভক্ত ছিলেন।
নওশা মন্ডল তার প্রিয় দলের পতাকা নিজ ঘরের ছাদের রডের সাথে স্টীল পাইপ দিয়ে লাগাতে গিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পর্শ হলে তার মৃত্যু হয়।
আজ বুধবার দুপুর ১২.৩০ ঘটিকায় বৈদ্যুতিক স্পর্শে নওশা মন্ডলের মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
পরিবার সুত্রে জানা যায়, মৃত নওশা মন্ডের দাফন অদ্য বাদ মাগরিবে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।