প্রেস বিজ্ঞপ্তি:
গত ৫ জানুয়ারী পূর্ব লন্ডনের একটি হলে’সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির পূর্নাঙ্গ কার্যর্নিবাহী কমিটি ঘোষনা ও মনোজ্ঞ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কমিটির সহ সভাপতি, জহিরুল ইসলাম।
সদস্য সচিব হাসিব আহমেদ চৌধুরীর সার্বিক তত্বাবধানে যৌথভাবে সভা পরিচালনা করেন বাবুল খান, ডা:মাসুম বিল্লা এবং কামরুজ্জামান দুলাল ।
সভার শুরুতে কোরান ও গীতা পাঠ এবং জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরনে দাড়িয়ে ১মিনিট নিরাবতা পালন করা হয়।
বিপুল সংখ্যক সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত হল ১০১ সদস্য বিশিষ্ট সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি।
নবগঠিত কমিটির সভাপতি’পদে নির্বাচিত হলেন এডভোকেট, টি.এম.জানে আলম (বুলবুল) এবং’সাধারন সম্পাদক পদে নির্বাচিত হলেন হাসিব আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদক প্রাপ্ত খলিলুর রহমান কাজী।
বিশেষ অথিতি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, সাবেক ডেপুটি লেবার লিডার, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল রাজন উদ্দিন জালাল, যুবলীগ নেতা জামাল খান,আনোয়ার খান।
আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি টি.এম, জানে আলম(বুলবুল), সাধারন সম্পাদক জনাব,হাসিব আহমেদ চৌধুরী,সহ সভাপতি,আসমা আলম,সহ সভাপতি জহিরুল ইসলাম,সহ সভাপতি সৈয়দ জামান নাসের, সহ সভাপতি কনকন কান্তি ঘোষ, সহ সভাপতি গোলাম ফারুক,উপদেষ্টা বাবর চৌধুরী,উপদেষ্টা আতিয়ার রসুল কিটন, উপদেষ্টা ফকরুল ইসলাম, সম্মানিত সদস্য জাকির হেসেন বাসার সাধারন যুগ্ম সাধারন সম্মাদক,ইমাম হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক, সেলিনা আক্তার ,রয়েল তালুকদারসহ সকল নেতৃবৃন্দ।
নব নির্বাচীত কমিটি কে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি খলিলুর রহমান কাজী।পরে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন পুস্প অর্পন করা হয়। উক্ত নব নির্বাচিত কমিটির সদস্য বৃন্দ বঙ্গবন্ধুর আদর্শ সর্ব ইউরোপে সুপ্রতিষ্ঠা করা এবং যুক্তরাজ্যস্থ নতুন প্রজন্মের নিকট ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দ্বিতীয় পর্বে সংগীত অনুষ্টান পরিচালনার দায়িত্বে ছিলেন মিসেস লুনা কাওসার।
গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী হীরা কাঞ্চন হীরক, কাজল সরকার, মিতালী সরকার, কেয়া, নাজমুন নাহার তন্বী, মামুনুর রশীদ খাঁন, দেলোয়ার হোসেন শিশু শিল্পী- অনিন্দীতা ঘোষ, পূর্বা কুন্ডু, জিলপা, কবিতা আবৃত্তি করেন সালাউদ্দীন শাহিন ও ইমাম ।কিবোর্ডে-প্রিতম সাহা তবলায়- তানিম,শব্দ যন্ত্র নিয়ন্ত্রনে আবদুল-কাদের।