ফেনী প্রতিনিধি :সোনাগাজী ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ও ফেনী পৌর জামায়াত নেতা সিরাজ উদদৌলাহর বিরুদ্ধে প্রায় ২৪ লাখ টাকা অাত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ২০১৬ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত মাদ্রাসার অায় ব্যয় ব্যাংক হিসাব, শিক্ষক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং মাদ্রাসার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণসহ একটি পুর্নাঙ্গ অডিট প্রতিবেদন প্রদানের জন্য মাদ্রাসার উপাধ্যক্ষকে অাহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। উক্ত কমিটি গত ৬ অাগস্ট ১৭ তারিখে গভর্নিং বডির সভাপতির কাছে প্রতিবেদন দাখিল করে । ১৬ অাগস্ট গভর্নিং বডির সভায় প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিশদভাবে পর্যালোচনায় দেখা যায়, অার্থিক ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও গরমিল পরিলক্ষিত হয়েছে। বার্ষিক মাহফিলের ১লক্ষ ১১ হাজার,২০১৬ সালের নগদ অাদায়কৃত এপ্রিলের ১লাখ ৮৬ হাজার মে’র ৭লাখ ১৭ হাজার, জুলাইয়ের ৮৩ হাজার, অাগস্টের ১লাখ ১৮ হাজার, অক্টোবর’র ১লাখ ১৬ হাজার, ছাত্রবেতন ১ লাখ ১৩ হাজার সর্বমোট ২৪লাখ টাকা ব্যাংকে জমা হয়নি।
গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম জানান, বর্নিত অর্থ অাত্মসাত ছাড়াও বিভিন্ন সময় যাতায়াতে মিথ্যা বর্ননার মাধ্যমে অর্থ অাত্মসাতের অভিযোগ রয়েছে। বিনাঅনুমতিতে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহ ১৫ দিন ধরে অনুপস্থিত রয়েছেন । গভর্নিং বডির সদস্যদের সিদ্বান্তে উপরোক্ত অভিযোগের বিষয়ে অাগামী ৭ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
এব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদ্ দৌলাহকে টেলিফোন করা হলে তিনি রিসিভ করেননি।