ফেনী প্রতিনিধি : কেন্দ্রীয়-কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে জেলা যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের এসএসকে সড়ক থেকে মিছিলটি বের হয়ে জিরোপয়েন্ট পদক্ষিন করে শহর সমবায় মার্কেট প্রাঙ্গনে আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে পথসভায় মিলিত হন।
এতে বক্তব্য রাখেন,জেলা যুবদলের দফতর সম্পাদক শাহাদাৎ হোসেন সেলিম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সালাহ্উদ্দিন মামুন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুর হোসেন, যুগ্ন-আহ্বায়ক করিমুল হক সুমন, আলাউদ্দিন রুমন, মোটবী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, জেলা তৃণমূল দলের সভাপতি নাছিরউদ্দিন মানিক, সাধারন সম্পাদক রিয়াদ মজুমদার,নিজামউদ্দিন সোহাগ,ফখরুদ্দীন সেন্টু, জুয়েল পাটোয়ারী প্রমুখ।
সভায় বক্তারা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার না হলে ফেনী থেকে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।