ফেনীতে জাতীয় পার্টির জরুরি বর্ধিত সভা : উপজেলা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষনা 

প্রেস বিজ্ঞপ্তি:

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ফেনী জেলা জাতীয় পার্টির এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ফেনীর অতিথি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার নজরুল ইসলামের সঞ্চালনায় এতে ছয় উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন।

সভায় ফেনীর ৬টি উপজেলা পরিষদ  নির্বাচনের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ফেনী সদর উপজেলা চেয়ারম্যান পদে এম এম  ইকবাল আলমগীর, ভাইস চেয়ারম্যান আজিজুল রসুল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান পদে আবদুল ওয়াদুদ, ভাইস চেয়ারম্যান এড. রবিউল হক রবি, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা নিগার সুলতানা (আইরিন),

সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদে মো. মহিবুল হক মানিক, এস. এম রফিক হোসেন, হাসান রাজা চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান, সাংবাদিক আবু তাহের, মহিলা ভাইস চেয়ারম্যান শিরীন আক্তার, পরশুরাম উপজেলা চেয়ারম্যান পদে মো. ইউছুপ আলী, ভাইস চেয়ারম্যান মো. সফিকুর রহমান ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা লাকি, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান পদে মজিবুর রহমান বাবুল, নুর উদ্দিন বাবুল, ভাইস চেয়ারম্যান আলমগীর কবির ভূঞা, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ মিয়া, ভাইস চেয়ারম্যান মো. রফিকের নাম সর্বসম্মতিক্রমে প্রস্তাব করা হয়।

 

এতে আরো উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম ক্লাইভ, সিরাজ উদ্দিন দুলাল, মিজানুর রহমান, গাজিউল হক গাজি, সেলিম ভূঞা, হুমায়ুন, রেজাউল গণি পলাশ, আবুল মনসুর নয়ন, আবু তাহের মিয়াজী, ডালিম ও মীর ইউছুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *