বাংলাদেশের ১০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে ফেসবুক

 

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :

বাংলাদেশ সরকারের আইটি প্রকল্পগুলো থেকে প্রশিক্ষণ পাওয়া ১০ হাজার তরুণ তরুণীকে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেবে ফেসবুকের ‘বুস্ট ইওর বিজনেস’ প্ল্যাটফর্ম। এই কর্মসূচির আওতায় আগামী ৬ মাসে প্রশিক্ষণ পাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পে প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ-তরুণীরা।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে ফেসবুকের দক্ষিণ এশিয়া পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতার নেতৃত্বে একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিলো।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আহমেদ পলক বলেন,’সামাজিক যোগাযোগ মাধ্যম পারস্পরিক যোগাযোগের পাশাপাশি পণ্যের বিপণনেও নতুনমাত্রা যোগ করেছে। আসলে এখন এই প্ল্যাটফর্মে গড়ে উঠেছে ভার্চুয়াল বাজার। এখন দেশে প্রায় ২৭ মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করছে। এই বিপুল জনুপ্রিয়তা নামী ব্র্যান্ডের মতো ব্যক্তি উদ্যোক্তাদের জন্যও নিজের প্রতিষ্ঠান-পণ্যের প্রচারণার সুযোগ নিয়ে হাজির হয়েছে।সরকার ২০২১ সাল নাগাদ দেশে তথ্যপ্রযুক্তি খাত থেকে যে পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ  করেছে। এখান থেকে ২০ লাখ লোকের কর্মসংস্থান তৈরি হবে। সেই কর্মসংস্থানের একটা বড় অংশই ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবে। বৈশ্বিক মানের পেশাগত সমৃদ্ধির জন্য সরকারের এলআইসিটি প্রকল্প ও ফেসবুকের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি একটা বড় সুযোগ। ফেসবুকের বুস্ট ইওর বিজনেস দেশের নতুন উদ্যোক্তাদের বৈশ্বিক সম্ভাবনার দ্বারও উন্মোচন করবে।’

 

৬ মাসের এই প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগে ইতোমধ্যে যারা প্রশিক্ষণ পেয়েছেন তারা আন্তর্জাতিক মানের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হাতে-কলমে শিখতে পারবেন। ইংরেজি ভাষায় চমৎকার উপস্থাপনা দিয়ে নিজের প্রতিষ্ঠান-প্রকল্পের প্রচারণা-বিনিয়োগ আকৃষ্ট করা শিখতে পারবেন দেশের তরুণ-তরুণীরা। সামাজিক মাধ্যমে নিজের প্রতিষ্ঠানের-উদ্যোগের প্রচারণা চালানোর সর্বশেষ সংস্করণগুলোও রপ্ত করার সুযোগ পাবেন তারা।

 

ফেসবুকের দক্ষিণ এশিয়ার পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতা বলেন,’কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি বা এসএমই খাতের বিশাল সম্ভাবনা আছে। ফেসবুক বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশে-বিদেশের বাজারে প্রবেশাধিকারের সহজপথগুলো বলে দেবে।’

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, বিসিসি নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, এলআইসিটির কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ। কয়েকশ তরুণ-তরুণী উদ্যোক্তা এই অনুষ্ঠানে অংশ নেন এবং নিজেদের উদ্যোগগুলো নিয়ে সমস্যা-সম্ভাবনাগুলো নিয়ে কথা বলেন সরকার ও ফেসবুকের কর্তাদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *