সোনাগাজীতে প্রবাসী পরিবারকে মামলায় জড়ানোর পায়তারা : স্বরাষ্ট্রমন্ত্রীকে এইচঅারআরএস’র চিঠি

 

ফেনী প্রতিনিধি  : সোনাগাজীর অালমপুর গ্রামে কয়েকটি প্রবাসী পরিবারকে হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাদাবী ও দাবীকৃত চাঁদা না পেলে জান মালের ক্ষতির হুমকি দেয়ার প্রেক্ষিতে আইনি সহায়তা চেয়ে অালমপুর গ্রামের সৌদি প্রবাসী মো. ইবরাহীমের স্ত্রী বিবি জাহেদা, সৌদি প্রবাসী ছায়েদুল হকের স্ত্রী মনোয়ারা বেগম, সৌদি প্রবাসী শামছুল হকের স্ত্রী ফুল জাহান, ওমান প্রবাসী ওবায়দুল হক মানিকের স্ত্রী সাজেদা বেগম,এবং ইতালী প্রবাসী বেলায়েত হোসেনের স্ত্রী বিফুল বেগম প্রমূখ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি বরাবরে একই গ্রামের মৃত নজির অাহমদের  ছেলে সফিকুর রহমান, শহিদ, হারুন ও মফিজ, সফিকুর রহমানের ছেলে রুবেল হোসেন আরজু, মো. মফিজুর রহমানের ছেলে তারেক সহ অজ্ঞাত নামা আরো কয়েকজনের বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর অাইনি সহায়তা চেয়ে লিখিত অাবেদন করেন।

 

ভুক্তভোগী সুত্রে জানা যায়, গত ২৫ মার্চ আলমপুর গ্রামে রিপন নামে এক যুবক নিহত হয়। নিহত রিপনের মাতা সাজেদা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় হত্যা কারীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা নং জিআর ৪৫/১৭।

উক্ত মামলায় কয়েকজন অাসামী কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। অাসামীরা  এখনো কারাবন্দী অাছে।মামলার তদন্ত কর্মকর্তা বদলী হলে নবাগত এসআই অাবদুল কুদ্দুছ, মামলার তদন্ত ভার গ্রহন করেন।

 

তিনি মামলা তদন্তে গিয়ে উপরোক্ত চিহ্নিত চাঁদাবাজদের  নিয়ে প্রবাসীদের খোঁজ খবর নেয়।  পরবর্তিতে ওই সব চাঁদাবাজরা দারোয়ার নাম ভাঙ্গীয়ে,  প্রবাসী পরিবারের কাছে মাথাপিছু ৫০ হাজার টাকা হারে চাঁদাদাবী করে। দাবীকৃত চাঁদা না দিলে উক্ত হত্যা মামলার চার্জশিটে প্রবাসীদের নাম অন্তর্ভুক্তি এবং জান -মালের ক্ষতি করার হুমকি দেয়।

 

অাবেদনের বিষয়টি অত্যন্ত জন-গুরুত্বপুর্ন ও মানবাধিকার সংশ্লিস্ট হওয়ায় সংস্থার দৃষ্টি অাকর্ষন করে।  সামাজিক স্থিতিশীলতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে বিষয়টি শান্তিপুর্ন সমাধানের লক্ষে ১৩ সেপ্টেম্বর  সংস্থাটির অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার স্বাক্ষরিত চিঠি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,  ফেনী জেলা পুলিশ সুপার,  সহ প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *