আব্দুর রহিম,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলায় বজ্রপাতে বাপ-মেয়েসহ প্রাণ হারিয়েছে ৩ জন। তারা সবাই মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউনিয়নের মিলন কার্বারী পাড়ার বাসিন্দা।
জানা যায়, বুধবার বিকাল ৫টার দিকে আকষ্মিক বজ্রপাতে নন্দ মোহন ত্রিপুরা (৩৫) তার মেয়ে ললিতা ত্রিপুরা ও চাচাত ভাই কল্যাণ চন্দ্র ত্রিপুরা নিজ বাড়ির আঙিনায় প্রাণ হারায়।
সন্ধ্যা সাড়ে সাত’টার দিকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: শফিকুর রহমান তাদের মৃত ঘোষনা করে। মৃত ললিতা ত্রিপুরা তবলছড়ি কদমতলি টিকে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এবং মিথুন ত্রিপুরা তবলছড়ি গ্রীনহিল কলেজের এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত ছিল।
