রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবেনা -লে.কর্ণেল কাজী শামসের উদ্দিন পিএসসি

আব্দুর রহিম,খাগড়াছড়ি প্রতিনিধি:

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মাটিরাঙ্গা জোন সদরে নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে,মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি-জি বলেছেন,

রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে একসাথে বসবাস করার  আহবাান জানিয়ে তিনি বলেন, যারা পাহাড়ে শান্তি বিনষ্ট করার চেষ্ঠা করবে তাদেরও কোন প্রকার ছাড় দেয়া হবে না।

এছাড়া মাদক ব্যবসায়ী, সেবনকারী  ও সন্ত্রাসীদের ধরিয়ে দিতে সঠিক তথ্য দিয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগীতা করার আহবানও জানান তিনি।

ঘন্টাব্যাপী এ মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র,মোঃ শামসুল হক, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইমরুল কায়েস মেহেদী, মাটিরাঙ্গা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন জয়নাল, যুগ্ন-সাধারন সম্পাদক সাগর চক্রবর্তী কমল ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, শিক্ষক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *