বাংলার দর্পন ডটকম :কিশোরী সোনিয়ার বুকে টিউমার হয়েছে। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে। ডাক্তার জানিয়েছে দ্রুত অপারেশন না করলে ক্যান্সার হয়ে যেতে পারে এবং মৃত্যু ঝুঁকিও আছে। অপারেশন করতে প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা লাগবে। মেয়েটির পরিবার তার চিকিৎসার টাকা যোগাড় করতে না পেরে ফেনীবাসির কাছে সাহায্য কামনা করেছে।
আপনাদের সাহায্য হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সোনিয়া।
নামঃ সোনিয়া, বাড়িঃ চৌধুরী বাড়ি প্রকাশ বৈদ্দ বাড়ি, গ্রামঃ মারিজপুর, ইউনিয়নঃ মাতুভূঞা, উপজেলাঃ দাগনভূঞা।
যোগাযোগ: 01832398012 (রোগির মায়ের নাম্বার)
বিকাশ (পার্সোনাল): 01818987101.