ফেনী প্রতিনিধি :
গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ ছাগলনাইয়া উপজেলা শাখায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আহমেদ ভুলু মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ স¤পাদক ও ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা আওয়ামীলীগ’র যুগ্ন সাধারণ স¤পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা, পাঠাননগর ইউপি’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, যুগ্ম সম্পাদক আবদুল মোমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, শুভপুর ইউপি’র চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, মহামায়া ইউপি’র চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশাহ চৌধুরী, ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মানিক, পৌর আওয়ামীলীগ’র সাধারণ স¤পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ’র দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, ধর্ম বিষয়ক স¤পাদক মোঃ ইলিয়াস হোসেন সোহাগ, কোষাধ্যক্ষ কাদের ফরায়েজী, সাস্কৃতিক বিষয়ক সম্পাদক আহাম্মদ মাহী রাসেল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাষ্টার আবুল কালাম, সহ দপ্তর সম্পাদক তাজুল ইসলাম মজুমদার, সদস্য হাবিবুর রহমান মজুমদার, এরশাদ উল্যাহ মেম্বারসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেছেন, আমাদের প্রিয় অভিভাবক আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও প্রিয় নেতা নিজাম উদ্দিন হাজারী এমপির দিক নির্দেশনায় ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগকে মাষ্টার প্ল্যানের মাধ্যমে সুসংগঠিত করা হচ্ছে। যারা বঙ্গবন্ধুর আদশ্যের সৈনিক রাজপথে থাকবে। তাদেরকেই সদস্য করা হবে। ছাগলনাইয়া উপজেলাকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে রুপান্তর করা হবে।