মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবককে হত্যার চেষ্টা : মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

সোনাগাজী প্রতিনিধি >>>
সোনাগাজী উপজেলার আমিরাবাদে মাদক বিক্রিতে বাধা দেয়ায় কামাল উদ্দিন নামের একজন কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতা মোঃ ফেরদৌস ও নুর নবীর বিরুদ্ধে।

বাদী, এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড চরকৃষ্ণজয় গ্রামের হানিফ মিয়ার বাড়ির মৃত মোঃ হানিফের ছেলে মোঃ ফেরদৌস ও নুর ইসলামের ছেলে নুর নবী বেড়ীবাঁধ এলাকায় দোকানে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছেন দীর্ঘদিন ধরে।

১৫ এপ্রিল সকাল ১০টায় লকডাউন ও রমজান মাসেও প্রকাশ্যে দোকান খুলে মাদক বিক্রি করার সময় দেখিয়া প্রতিবাদ করেন একই গ্রামের নশা মিয়ার ছেলে কামাল উদ্দিন।

এতে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া ১নং বিবাদী ফেরদৌস কাঠ দিয়ে পিটাইয়া ও ২নং বিবাদী নুর নবী এলোপাতাড়ি কিলঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ১নং বিবাদী তার দোকান হইতে দা নিয়ে আসিয়া কামালের শরিরের বিভিন্ন অংশে রক্তাক্ত কাটা জখম করে।

তার সৌরচিৎকার শুনিয়া স্বাক্ষীরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করিয়া জখম করে। এবং উক্ত বিষয়ে থানা পুলিশ মামলা মোকাদ্দমা করিলে খুন করবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে থাকে।

বাদী কামাল উদ্দিন আরো জানান, আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি নিরুপায় হইয়া সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *