ফেনীতে যথাযোগ্য মর্যাদায়  মহান স্বাধীনতা দিবস উদযাপন

 

ফেনী প্রতিনিধি>>

ফেনীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা পালিত হয়েছে। সোমবার ভোরে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে সকালে ৩১ বার তোপধ্বনির পর ফুল দিয়ে শুরু হয় শ্রদ্ধাঞ্জলী।

জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর পক্ষে  স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ফেনী প্রেস ক্লাব, বিএমএসএফ, খেলাঘর, ফেনী ফটো জার্নালিষ্টস্ এসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবি সমিতি, ডায়াবেটিক সমিতি, শিক্ষক সমিতি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে।

এছাড়াও ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, মুক্তিযোদ্ধদের সংবর্ধনা, দুপুরে হাসপাতাল, জেলখানা, শিশু সদন ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *