বাংলার দর্পন ডটকম :
গোটা গণমাধ্যমজুড়ে দুর্যোগের ঘনঘটা। একের পর এক গণমাধ্যম বন্ধ হচ্ছে। দীর্ঘ হচ্ছে বেকার সাংবাদিকদের মিছিল। সর্বশেষ দুঃসংবাদ হচ্ছে- দৈনিক সকালের খবর বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। কোন পূর্ব নোটিশ ছাড়া, ফোনে সাংবাদিকদের জানানো হয় প্রকাশনা বন্ধের কথা। এটা অন্যায়, অবিচার, জুলুম। শত শত সংবাদ কর্মীকে এভাবে রাস্তায় ঠেলে দেয়ার অধিকার র্যাংগস গ্রুপ কর্তৃপক্ষকে কে দিয়েছে? সরকারি সব সুবিধাভোগী এই ব্যাবসায়ী গ্রুপ কেন পত্রিকা চালাতে পারবে না তার উপযুক্ত ব্যাখ্যা দিয়ে কর্মীদের সন্তুষ্টি সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হবে।
কথায় আছে ‘নগরে বিপর্যয় ঘটলে দেবালয়ও রক্ষা পায় না’। ভিন্নমতের গণমাধ্যম বন্ধ ও নিপীড়ন চালিয়ে গণমাধ্যম জগতে যে ভয়াবহ পরিস্থিতি ও অস্থিরতা সৃষ্টি করা হয়েছে তার ঢেউ আঁচড়ে পড়ছে সবখানে। অস্থিরতা বিরাজ করছে আরও বেশ কয়েকটি হাউজে।
দৈনিক ইনকিলাবের এক ঝাঁক সংবাদ কর্মী যখন ন্যায্য পাওনার জন্য রাস্তায় অবস্থান নিয়েছেন, সংগ্রাম করছেন তখন সকালের খবর বন্ধের খবর গভীর উদ্বেগ সৃষ্টি করেছে সংবাদমাধ্যম জগতে। ইনকিলাব কর্তৃপক্ষকে অনুরোধ করছি অবিলম্বে চাকুরিচ্যুত এবং চাকুরিরত সবার পাওনা পরিশোধ করে উত্তাপ-উত্তেজনা প্রশমন করুন।
অব্যহত গনমাধ্যম বন্ধ ও কর্মী ছাঁটাইয়ে নিন্দা জানিয়েছে সোনাগাজী প্রেসক্লাব।