ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড বিএনপি নেতা খুরশিদ খোন্দকারের বাড়ি থেকে মঙ্গলবার রাতে তিনটি চোরাই গরু উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে বিএনপি নেতা খুরশিদ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় এলাকাবাসী জানায় ,বিএনপির ওই নেতা দীর্ঘ দিন ধরে গরু চোরাই কারবারীর সাথে জড়িত।
সিনিয়র সহকারী (সোনাগাজী সার্কেল) পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, উদ্ধারকৃত গরু গুলো পুলিশের হেফাজতে অাছে।