নিজস্ব প্রতিবেদক :
অনলাইনে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন
(এটুআই) এর ই-লার্নিং প্লাটফর্ম ‘মুক্তপাঠে’র আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। মঙ্গলবার পিআইবি অডিটরিয়ামে এই কোর্সের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরে সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, তথ্যসচিব মরতুজা আহমদ এবং এটুআইর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা।
হাসানুল হক ইনু বলেন, ‘এই কোর্সের মাধ্যমে সাংবাদিকদের দক্ষতার উন্নয়ন হবে। সাংবাদিক ছাড়াও সাধারণ নাগরিক এতে অংশ নেয়ার সুযোগ পাবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের সংবাদকর্মীরা এই কোর্সে অংশ নিয়ে ডিজিটাল সাংবাদিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন সাংবাদিকতা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে। চিরায়ত সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা এবং অনলাইন সাংবাদিকতা এই তিনটি মাধ্যমে প্রতিযোগিতা চলছে। এই প্রযোগিতায় টিকে থাকতে হলে সংবাদকর্মীকে আর দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।’
অনলাইন সাংবাদিকতার ইতিহাস তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন সাংবাদিকতায় দ্রুত খবর পরিবেশন করার প্রতিযোগিতা চলে। যদি অনেক সময় দ্রুত সংবাদ পরিবেশন করতে গিয়ে কখনো কখনো সংবাদের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়। তাই একজন অনলাইন সংবাদকর্মীকে উদ্ভাবনী চিন্তা করতে হবে। তাদেরকে বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। কেননা, এই মাধ্যমে সংবাদের সঙ্গে একজন পাঠকও সরাসরি যুক্ত হতে পারেন।’
অনলাইন সংবাদমাধ্যম সাংবাদিকতার মৃত্যু ঘটাচ্ছে এই আশঙ্কা প্রকাশ করে হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যম কর্মীরা গণতন্ত্রের পক্ষ নেবেন, কিন্তু রাজনীতির দাবার ঘুঁটি হবেন না। আপনারা মানুষকে শিক্ষিত করে তুলতে পারেন কিন্তু আপনারা জাতির অভিভাবক হতে পারেন না। আপনারা নিরপেক্ষ হবেন, ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দেবেন না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান বলেন, ‘পিআইবি দেশে প্রথমবারের মতো অনলাইনে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এই কোর্সকে ফলপ্রসূ করতে হলে শুধু সাংবাদিক নয়, সাধারণ নাগরিকদের কোর্সে অংশভুক্ত করতে হবে।’
তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, ‘অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধনের মাধ্যমে দেশের সাংবাদিকতার ইতিহাসে নতুন মাইলফলক রচিত হলো। সাংবাদিকদের প্রশিক্ষণ কোর্সের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এই কোর্স চালু হলো। এই প্লার্টফর্মের মাধ্যমে কম খরচে বিপুলসংখ্যক সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া যাবে।’
সাংবাদিকতায় অনলাইন সার্টিফিকেট কোর্সের বিস্তারিত তুলে ধরে এটুআইর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা বলেন, ‘এটুআইর সহযোগিতায় পিআইবির মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্স চালু হলো। যা প্রথম পর্যায়ে বিনামূল্যে পরিচালিত হবে। পিআইবি ডট মুক্তপাঠ ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধিত হয়ে চার মাসের প্রশিক্ষণে অংশ নেয়া যাবে। কোর্সের স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করেছেন সাংবাদিকতার খ্যাতনামা শিক্ষক জ্যেষ্ঠ সাংবাদিকরা। এই কোর্সের শিক্ষার্থীরা ভিডিও টিউটোরিয়াল, লাইভ ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শিখতে পারবেন। সর্বশেষে তাদের মূল্যায়ন করে সনদ দেয়া হবে।
সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক জানান, শুরুতে এই প্রশিক্ষণের আওতায় চারটি সার্টিফিকেট কোর্স পরিচালনা করা হবে। এগুলো হলো- ‘সাংবাদিকতায় বেসিক কোর্স’, ‘টেলিভিশন সাংবাদিকতা’, ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ এবং ‘উন্নয়ন সাংবাদিকতা’। আজ থেকে কোর্সের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে এক মাস। শুরুতে ‘সাংবাদিকতায় বেসিক কোর্স’ এবং ‘টেলিভিশন সাংবাদিকতা’ কোর্স চালু করা হয়েছে। ডিসেম্বর মাস নাগাদ বাকি দুইটি বিষয়ের প্রশিক্ষণ কোর্স চালু হবে। এই কোর্সের কার্যক্রম শুরু হবে অক্টোবর মাস থেকে।
সাংবাদিকতায় অনলাইনে সার্টিফিকেট কোর্সে অংশ নিতে নিবন্ধন করা যাবে এই ওয়েবসাইটে: www.muktopaath.gov.bd