পেকুয়ায় র‍্যাব এর অভিযান :৭টি অস্ত্রসহ ৩ জন আটক

 

নিজস্ব প্রতিবেদকঃ

পেকুয়া-বাঁশখালী সীমান্ত ব্রীজ এলাকায় মঙ্গলবার রাতে র‍্যাব-৭  চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান  চালিয়ে ৭টি অস্ত্র, ২০ রাউন্ড গুলিসহ  শহিদ, হারুন ও আলম নামের ৩ সন্ত্রাসীকে আটক করেছে।

অভিযানে নেতৃত্ব দেন লেঃ কর্ণেল আশেকুর রহমান।আটককৃতদের মধ্যে ২ জনের বাড়ী পেকুয়া ও একজনের বাড়ী রাজাখালীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *