ফেনীতে দেড় লক্ষ ইয়াবাসহ এক বাস চালককে আটক করে র‍্যাব

 

ফেনী  প্রতিনিধিঃ ফেনীতে সাড়ে ৭ কোটি টাকা মুল্যের দেড় লাখ পিছ ইয়াবা ট্যবলেটসহ বাস চালককে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকা থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাসের চালক মো. আতিকুল্লাহ আতিককে (৬৫) আটক করা হয়।

র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৫০৩) আটক করে তল্লাশি চালায় র্যাব। এসময় বাস চালক মো. আতিকুল্লাহ আতিকের দেহ তল্লাশি করে বাম পকেট থেকে ১০টি নীল রংয়ের পলিপ্যাকে মোট দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ব্যাপক জিঙ্গাসাবাদে বাসের রেফ্রিজারেটরের ভিতর খাকি রংয়ের স্কচটেপ মোড়ানো নীল রংয়ের পলিপ্যাকে এক লক্ষ আটচল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র্যাব আরো জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামী, বাস ও উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চালাচ্ছে র্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *