রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ৭ বছর পর আজ ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এবার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মো: মোস্তফা হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর।
কাউন্সিল অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনের নাম ঘোষণা করেন।
বিজয় ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত ত্রি বার্ষিক কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার। প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
অন্যন্যের মধ্যে সাবেক সাংসদ একেএম আলীম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, চাইথং চৌধুরি, ম্রাগ্য মারমা, মো: মনির হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরি, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ জব্বার, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের এডভোকেট আশুতোষ চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক, গুইমারার ইউপি চেয়ারম্যান মেমং মারমা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী প্রমূখ।
জেলা পরিষদের সদস্য মংশেপ্রু চৌধুরি অপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে আগত দলীয় নেতৃবৃন্দ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।