মাটিরাঙ্গায় ত্রিপুরা কল্যান সংসদের কাউন্সিল অনুষ্ঠিত – বাংলারদর্পন 

 

নিজস্ব প্রতিবেদক :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের ত্রি-বার্ষিক সাধারন সভা ও ১০ম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মনিন্দ্র কিশোর ত্রিপুরা।

 

শুক্রবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা সদরস্থ ত্রিপুরা কল্যান সংসদ ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি হেমেন্দ্র ত্রিপুরা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুকান্ত ত্রিপুরা, মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সাবেক সভাপতি মিলন কান্তি ত্রিপুরা, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সঞ্জীব ত্রিপুরা, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হরিপদ্ম ত্রিপুরা এবং কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক শাপলা দেবী ত্রিপুরা।

 

সুনি ত্রিপুরার সঞ্চালনায় ত্রি-বার্ষিক সাধারন সভা ও ১০ম কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সিনিয়র সহ-সভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা।

 

এর পরপরই সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক বীরলাল ত্রিপুরা।

 

বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার অধীন বিভিন্ন উপ-আঞ্চলিক কমিটির সভাপতি-সাধারন সম্পাদক, হেডম্যান-কার্বারীগণ ত্রি-বার্ষিক সাধারন সভা ও ১০ম কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *