ফেনী প্রতিনিধি :
সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি হবে ২০ জুন। সোমবার (৯ জুন) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেন এবং অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন।
এর আগে সকালে কারাগার থেকে সিরাজ সহ সকল আসামীদের আদালতে আনার পথে আদালত পাড়ায় মানববন্ধন করেন ছাত্র কল্যান পরিষদ। মানববন্ধন থেকে খুনিদের ফাঁসির দাবীতে শ্লোগান দেয়া হয়।