ফেনী প্রতিনিধি :
যানজট নিরসনে আজ ( ১১ মার্চ, ২০১৮) ফেনীতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি. কে. এম এনামুল করিম।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, মহিপাল ফ্লাইওভার থেকে মহিপাল এর সাথে সংযোগ রাস্তায় বারবার গাড়ি না থামানোর জন্য নির্দেশিত হওয়ার পরও গাড়ি থামিয়ে যানজট সৃষ্টির দায়ে আনন্দ পরিবহনকে ২০হাজার/-, সুগন্ধা পরিবহনকে ৫হাজার/- টাকা, স্টার লাইন পরিবহনকে ৫হাজার/- টাকা, বারইয়ারহাটগামী সোনাপুর পরিবহনকে ৫হাজার টাকা এবং দুইটি সিএনজি এর চালক মহিন উদ্দিন পিটুকে রেজিস্ট্রেশনবিহীনভাবে গাড়ি চালানোর দায়ে ১হাজার- টাকা ও নুরুল ইসলামকে ২হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
অভিযানে বি আর টি এর সহকারী পরিচালক আইনুন হুদা, পরিদর্শক মাহবুব রাব্বানি ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।