দক্ষিণ সুনামগঞ্জে হাওর রক্ষা  বাঁধ নির্মাণে অনিয়ম অভিযোগে পিঅাইসি আটক :

 

 

নিজস্ব প্রতিবেদক :

 

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরের বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে আরশ আলী (৪৫) নামে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) এক সভাপতিকে আটক করা হয়েছে। আরশ আলী দেখার হাওরের ২৯ নম্বর পিআইসির সভাপতি।

 

রোববার (১১ মার্চ) দুপুর ২টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

 

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেখার হাওরের হাওর রক্ষা বাঁধ নিমার্ণে অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) বিরুদ্ধে।

 

স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ তার কার্যালয়ে আরশ আলীকে ডেকে আনেন। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়।

 

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলার দর্পণ ডটকমকে  জানান, বাঁধ নিমার্ণে অনিয়মের অভিযোগে ইউএনও তাকে আটক করেন। পরে আমাদের কাছে সেপোর্দ করেন। বর্তমানে তিনি থানায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *