ফেনী প্রতিনিধি >>
ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার তিনটি ওয়ার্ডে উপ-নির্বাচনে ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকালে ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণ করেন প্রিজাইডিং অফিসার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুরে সর্বোচ্চ ৩শ’ ৮৭ ভোট পেয়ে এরশাদ হোসেন (মোরগ) বিজয় লাভ করেন। তার প্রতিদ্বদ্ধিপ্রার্থী নুরুল আফছার (টিউবওয়েল) পেয়েছেন ২শ’ ৯৩ ভোট, এয়াকুব হোসেন (ঘুড়ি) পেয়েছেন ১শ’ ভোট, রুহুল আমিন কারী (তালা) পেয়েছেন ১০ ভোট, মাহবুবুল হক মাবু (ফুটবল) পেয়েছেন ১টি, শামসুল হক মিয়া (সিলিং ফ্যান) পেয়েছেন ১টি ভোট।
একই উপজেলার মোটবী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সর্বোচ্চ ৩শ’ ৪৭ ভোট পেয়ে শাহাদাত হোসেন সবুজ (মোরগ) ৩৪৭ নির্বাচিত হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্ধি আজিম উদ্দিন (তালা) পেয়েছেন ৩শ’ ৬ ভোট, সিরাজুল ইসলা (আপেল) পেয়েছেন ৩শ’ ভোট ও বেলাল হোসেন (ফুটবল) পেয়েছেন ১৫ ভোট।
এছাড়াও ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (পশ্চিম মধুগ্রামের) উপ-নির্বাচনে ৫শ ৭৪ ভোট পেয়ে নুর ইসলাম (মোরগ) জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নাজিমুল হক (ফুটবল) পেয়েছেন ১শ’ ৯৪ ভোট ও মোঃ সামছুল হক পাটোয়ারী (টিউবওয়েল) পেয়েছেন ৬৫ ভোট।
এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন জানান, স্ব-স্ব প্রিজাইডিং অফিসাররা বিজয়ীদের নাম ঘোষণা করলেও আমাদের কাছে এখনো কোন তালিকা এসে পৌঁছে নি।