একরাম হত্যাকান্ডের তিন আসামীর জামিন নামঞ্জুর

 

ফেনী প্রতিনিধি

: ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা একরামুল হক একরাম হত্যাকান্ডের তিন আসামীর জামিন নামঞ্জুর করেন আদালত। সোমবার আসামী বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, আসামী মোঃ রাজু ও বাপ্পী জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হকের আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে  পুনঃরায় জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে এ মামলায় ৫৬ আসমীর মধ্যে আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আদেল, যুবলীগ নেতা জিয়াউল আলম মিষ্টার ও আবিদসহ মোট ২১ জন জামিনে রয়েছে। জামিনে থাকা ২১ আসামীর মধ্যে গতকাল আদালতে উপস্থিত ছিল ১৭ জন, ৩ জন সময় চেয়েছে আদালতের কাছে এবং একজন অন্য মামলায় জেল হাজতে রয়েছে। উপস্থিত ১৭ জনের  জামিন বহাল রাখা হয়েছে মামলার পরবর্তী তারিখ পর্যন্ত। এর মধ্যে আসামী আবিদ জামিন নামঞ্জুর হয়েছে ভেবে পালাতে চাইলে পুলিশ তাকে ধরে আদালতে উপস্থাপন করলে তার জামিনও বহাল রাখে।

এছাড়াও এ মামলায় পলাতক রয়েছে ১১ জন। জেলে রয়েছে মোট ২৩ জন আসামী। ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য প্রদান করেছে ৪৮ জন। বিচারক মামলার পরবর্তী তারিখ র্নিধারণ করেছে চলতি বছরের আগষ্ট মাসের তিন তারিখ।

ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ এ তথ্য নিশ্চত করেন। উল্লেখ্য ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমী  বিলাশী সিনেমা হলের সামনে চেয়ারম্যান একরামুল হক একরামের গাড়ী গতিরোধ করে গুলি করে ও পুড়িয়ে মারে সন্ত্রাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *