মোহাম্মদ আলাউদ্দীন>>
চট্টগ্রামের রাউজানে সোমবার রাত থেকে টানা বর্ষণ এর কারনে তলিয়ে গেছে রাস্তা ঘাট, মানুষের জীবন পুরোপুরিভাবে বিপর্যস্ত, তলিয়ে গেছে পুকুর, যার কারনে পুকুরে চাষ করা সব মাছ পুকুর থেকে বের হয়ে গেছে,এতে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষীরা…!!!